১) জমির দলিল এর ফটোকপি
২) এস এ খতিয়ান, আর এস খতিয়ান এর কপি
৩) ওয়ারিশন সনদ এর কপি
৪) ছবি,
৫) বায়া দলিল এর কপি
এগুলা সব আবেদন পত্র এর সাথে সযুক্ত করে উপজেলা ভুমি অফিস এর জমা দিবেন, ভুমি অফিস আপনার আবেদন 00 অনলাইন এ করে , একটা আইডি নাম্বার পড়বে, বা কেস নাম্বার পড়বে, এটা আপনার মোবাইল এ এস এম এস পাবেন,
আবেদন ফাইল কপি ইউনিয়ন ভুমি অফিস এ যাবে আপনার সব কিছু ঠিক থাকলে ইউনিয়ন ভুমি অফিস থেকে প্রস্তাব পাঠাবে, উপজেলা ভুমি অফিস এ,
উপজেলা ভুমি সারভেয়ার দেখে সাইন করবে, তার পর আসবে কানন গো এর কাছে উনি সাইন করে দিবেন,তারপর কানন গো পাঠাবেন এসি লান্দ এর কাছে উনি সাইন করে দিবেন, খারিজ শেষ, তারপর খারিজ কপি নিয়ে ইউনিয়ন ভুমি অফিস এ খাজনা দিবেন, তারপর আবার উপজেলা ভুমি অফিস এ ডিসি আর এর টাকা দিবেন খারিজ এর সময় ৪৫ দিন লাগে, বাস্তব এর থেকে বেশি লাগে।
Leave a Reply